মো. রফিকুল ইসলাম:
ময়মনসিংহে অনসাম্বল থিয়েটারের আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক উপলক্ষে (২৪ আগষ্ট/১৯) কাচারীঘাটস্থ মুক্তমঞ্চে সন্ধ্যায় জাতীয় শোক দিবসকে আন্তর্জাতিক শোক দিবস সময়ের দাবি প্রতিপাদ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷
অনসাম্বল থিয়েটারের উপদেষ্টা কাজী আজাদ জাহান শামিমের সভাপতিত্বে সভাপতি মো. আবুল মনসুরের সঞ্চালনায় সভার মূল প্রতিপাদ্য পাঠ করেন সংস্কৃতিকর্মী হাসনাত জামান সবুজ৷
প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহণ করেন কবি স্বাধীন চৌধুরী, অনসাম্বল থিয়েটারের উপদেষ্টা এড. ইমদাদুল হক সেলিম, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এড. ইমদাদুল হক মিল্লাত, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এড. আনিসুর রহমান খান৷
আলোচকগণ বঙ্গবন্ধুর জীবন কর্ম ও প্রবন্ধের প্রতিপাদ্যের উপর ভিত্তি করে একাত্বতা পোষণ করে তা বাস্তবায়নে জোরালো ভাবে কাজ করার আহবান জানান৷ ইতিমধ্যে জাতিসংঘ বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু উপাধী দিয়েছে৷ আর তাই এখনই সময় জাতীয় শোক দিবসকে আন্তর্জাতিক শোক দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে আওয়াজ তোলা৷ সবার সম্মিলিত আওয়াজেই এই স্বীকৃতি আদায়ে সফলতা আসবে৷
//আর/জিরোফোর//