মো. রফিকুল ইসলাম : কোভিড-১৯ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তির ব্যর্থতাসহ দিশেহারা পুরো বিশ্ব পরিমন্ডল৷ মানবতা ও সচেতনতাকে পুঁজি করে বেঁচে থাকার আপ্রাণ প্রচেষ্টায় পুরো পৃথিবী৷ করোনা আক্রান্ত শ্বাস কষ্টে ভোগা রোগীদের অক্সিজেন সেবা “প্রবল নিঃশ্বাসে বাঁচুক বিশ্ব ভরা প্রাণ” শ্লোগানে আর্তমানবতায় এগিয়ে আসলেন ময়মনসিংহের সমাজ ও সামাজিক দায়বদ্ধতার প্রতিষ্ঠান অনসাম্বল থিয়েটার৷
ময়মনসিংহেের সিটিতে করোনায় আক্রান্ত বা অন্য কারণে শ্বাস কষ্টে থাকা রোগীর অক্সিজেন সমস্যা সমাধানে দিন-রাত ২৪ ঘন্টার স্বেচ্ছাসেবা নিয়ে প্রস্তত এই সংগঠনটি৷
এই কার্যক্রমে ময়মনসিংহের আব্দুল কুদ্দুস ফাউন্ডেশন, রেডিও-১৯ ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত ময়মনসিংহ সার্বিক সহযোগিতায় রয়েছেন৷ সার্বক্ষণিক অক্সিজেন সেবা পেতে ফোন দিতে পারেন ০১৭২২-০৭৮৪৫২ নাম্বারে৷
গত ১৫ আগস্ট কাচারীঘাটস্থ অনসাম্বল থিয়েটার প্রাঙ্গনে আব্দুল কুদ্দুস ফাউন্ডেশন এর কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার উপহার হিসেবে গ্রহণ করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও অনসাম্বল থিয়েটারের সভাপতি মোঃ আবুল মনসুর৷
এসময় অনসাম্বল থিয়েটারের উপদেষ্টা ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল আমিন কালাম ও কাজী আজাদ জাহান শামিম আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্ধোধন করেন৷
উল্লেখ্য সেবা চালু হওয়ার পর ইতিমধ্যে ৫ জন রোগী এই সেবা পেয়েছেন৷