ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক সংবাদের সাবেক প্রতিনিধি, গৌরীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক, হাজী কাসেম আলী কলেজের সাবেক অধ্যক্ষ, যুগান্তর স্বজন সমাবেশের সাবেক সভাপতি ও অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনারারী চেয়ারম্যান প্রফেসর কাজী এম.এ মোনায়েম সোমবার (২৪ এপ্রিল/২০২৩) তৃতীয় মৃত্যুবার্ষিকী।
কাজী এম.এ মোনায়েম বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএসসিসি) এর অনারারী ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি অসংখ্য শিক্ষামূলক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। গৌরীপুর ইতিহাস ঐতিহ্য ও কিংবদন্তী গ্রন্থের লেখক।