অন্যকথন ডেক্স :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে অনুষ্ঠিত উপ-নির্বাচনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত বেসরকারি উন্নয়ন সংস্থা অন্যচিত্র উন্নয়ন সংস্থার অর্থ সম্পাদক মো. নাজিম উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে বরণ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান (২৬ আগষ্ট/১৯) সোমবার পৌর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মদন মোহন দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, কাউন্সিলর এস আলী আহাম্মদ, আতাউর রহমান আতা, সাইফুল ইসলাম রিপন, নুরুল ইসলাম, নারী কাউন্সিলর শিউলী চৌধুরী, জেসমিন আক্তার, দিলুয়ারা আক্তার, নব-নির্বাচিত কাউন্সিলর মো. নাজিম উদ্দিন প্রমুখ। এসময় পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
গত ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করতে গৌরীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোফাজ্জল হোসেন খান পদত্যাগ করলে পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূণ্য হয়। অপরদিকে মোফাজ্জল হোসেন খান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়রাম্যান পদে নির্বাচিত হন। পরে ২৪ জুন অনুষ্ঠিত উপ-নির্বাচনে মো. নাজিম উদ্দিন ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হন।
//এম/আর//