মো. রফিকুল ইসলাম :
ময়মনসিংহের অন্যচিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে মাদক, সন্ত্রাস, নৈরাজ্য, অনাচার, জঙ্গিবাদ মুক্ত সমাজ চাই-চাই মানবিক পৃথিবী শ্লোগানে প্রচারনামূলক ভ্রমণ ১১ অক্টোবর বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি ও মৈমনসিংহ গীতিকার বিখ্যাত পালাকার কবি চন্দ্রাবতীর কথিত বাড়ি ও নিকলী হাওড়ে ভ্রমণের মাধ্যমে অনুষ্ঠিত হয়৷
অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনানারী নির্বাহী পরিচালক রেবেকা সুলতানার সভাপতিত্বে প্রতিষ্ঠানের যুব পরিষদের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের ১ম পর্বে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়িতে চন্দ্রাবতী ও মৈমনসিংহ-গীতিকা বিষয়ে অনসাম্বল থিয়েটারের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আবুল মনসুর প্রধান আলোকপাত করেন৷
দ্বিতীয় পর্বে ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের যুব পরিষদের সভাপতি ইমন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খাবারের আইটেম ও বিভিন্ন পরিবেশনার জন্য তাজওয়ার মোকাম্মেল তাসিন, লিমন সরকার, আল ইমরান মুক্তা, মৌরী আক্তার, সারা জাহান মিমি, এবিএম বোরহান উদ্দিন, জোহায়ের মোকাম্মেল জাহিন, শাহরিয়ার মোকাম্মেল শাফিন রাধুনি ও বিবিধ পরিবেশনায় শ্রেষ্ঠত্ব পুরস্কার লাভ করেন৷ এছাড়াও বেলুন ফুলানো, কুশন, লটারীর কুপন ড্র, সেরা সাতারু, সেরা কুইজ বিজয়ী, সেরা সেলফি, সেরা গায়ক, সেরা গায়িকা, সেরা কৌতুক অভিনেতা, সেরা নৃত্য, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতার জন্য পুরস্কার প্রদান করা হয়৷
ভ্রমণে প্রতিষ্ঠানের সংগঠক সুমন সরকার, বিপ্লব সরকার কমল, রিফাত ইসলাম বাবু, আতিক উল্লাহ, রুবাইয়াত আক্তার পিংকি, জাকিয়া সুলতানা, টগর হোড়, সানজিদা সুলতানা, শাফিন, মোহাম্মদ সুমন মিয়া, মো. সোহেল মিয়া, জাহিদ হাসান রাসেল, মো. বোরহান উদ্দিন, স্বর্ণা আক্তার, হামিমা সুলতানা যুথী, উম্মে সালমা উর্মি, মালবিকা পাল সহ প্রতিষ্ঠানের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, যুব পরিষদ, নারী পরিষদের সংগঠকগণ অংশগ্রহণ করেন৷
//আর/জিরোফোর//