সুমন সরকার : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে অন্যচিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে অনানারি নির্বাহী পরিচালক রেবেকা সুলতানার নেতৃত্বে (১৭ মার্চ) সকাল ৮টায় ময়মনসিংহ সার্কিট হাউজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মাধ্যমে জম্ম শতবর্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে সকাল ৯টায় গুলকিবাড়িস্থ অনারারি নির্বাহী পরিচালকের কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধূ ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানের তানিয়া সুলতানা লিজা, সুমন সরকার, রিফাত ইসলাম বাবু, ফয়সাল আলম, মোঃ মশিউর রহমান, মোঃ রফিকুল ইসলাম, এবিএম বোরহান উদ্দিন, সারা জাহান মিমি, নূরজাহান উর্মি, ছোঁয়া, আখিঁ সাহা, কমল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।