মোঃ রফিকুল ইসলাম : ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনারারি চেয়ারম্যান প্রফেসর কাজী এম. এ মোনায়েম আর নেই । তিনি শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরের মধ্যমতরফ (ছয়গন্ডা) তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিক রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার ১ ছেলে কাজী আতিকুল হক রাহাত বাংলাদেশ সেনাবাহিনীর মেজর। বর্তমানে তিনি শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে কর্মরত রয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মরহুমের গ্রামের বাড়ি উপজেলার বোকাইনগর ইউনিয়নের কাজী পাড়ায় জানাজার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কর্মজীবনে তিনি গৌরীপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক, হাজী কাসেম আলী কলেজের অধ্যক্ষ, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক সংবাদ পত্রিকার গৌরীপুর উপজেলার নিজস্ব সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার লেখা গৌরীপুরের ইতিহাস ঐতিহ্য কিংবদন্তি বইটির লেখক হিসেবে তাকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে, পাশাপাশি কলামিস্ট হিসেবেও তার পরিচিতি ছিল ব্যাপক। ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের উল্লেখযোগ্য একজন নেতা ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি রমনা রেজিমেন্টের অনারারী ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করেন। শিক্ষার উন্নয়ন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
প্রফেসর কাজী এম. এ মোনায়েমের মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ এমপি, গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনারারী নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, যুগ্ন সম্পাদক ইমন সরকার,পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি, জেলা পরিষদের সদস্য এ এইচ এম খায়রুল বাসার, পৌর কাউন্সিলর মোঃ নাজিম উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাংবাদিক মো. রইছ উদ্দিন, অন্যচিত্র যুব পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, অন্যচিত্র নারী ফোরামের সভাপতি মনিরা সুলতানা, অন্যশৈলীর প্রজেক্ট কৌঅর্ডিনেটর সুমাইয়া সুলতানা, অন্যচিত্র মডেল পাঠাগারের কৌঅর্ডিনেটর মোঃ রফিকুল ইসলাম, অন্যচিত্র টেকনিক্যাল ও কম্পিউটার টেনিং ইনিস্টিউটের কৌর্স, কৌঅডির্নেটর সুমন সরকার, কাযকরী কমিটির সদস্য এবিএম বোরহান উদ্দিন, এনটিটি রেসিডেনন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আল ইমরান মুক্তা, ময়মনসিংহের অনসাম্বল থিয়েটারের সভাপতি মোঃ আবুল মুনসুর প্রমুখ গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।