মোঃ রফিকুল ইসলাম : বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে ৩১ মার্চ ২০২১ তারিখে বহ্মপুত্র নদীর পাড়ে অন্যচিত্র ও এএলআরডি’র যৌথ উদ্যোগে ময়মনসিংহে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের কারণে ২২ মার্চের পরিবর্তে ৩১ মার্চ বিশ্ব পানি দিবস অন্যচিত্র ও এএলআরডি’র যৌথ উদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন ও আলোচনা সভায় অন্যচিত্রের অনারারি নির্বাহী পরিচালক রেবেকা সুলতানার সঞ্চালনায় দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান ও অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনারারি চেয়ারম্যান জনাব আতাউল করিম খোকনের সভাপতিত্বে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ফরিদ আহমেদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, দূষনের মাত্রা কমিয়ে আনতে সরকার বদ্ধ পরিকর। দূষন বন্ধ করতে নানামুখি পদক্ষেপের মাধ্যমে সরকার কার্যকরভাবে কাজ করে যাচ্ছে। তবে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ নিলে এই অভিযান সফল হবে বলে মন্তব্য করেন।
যমুনা টেলিভিশনের ময়মনসিংহ প্রতিনিধি এবং নদী রক্ষা কমিশন ময়মনসিংহের সদস্য হোসাইন শাহিদ বলেন, আমাদের নদীগুলো বাঁচাতে তার উৎস থেকে পানি প্রবাহ চলমান রাখা জরুরি। সেক্ষেত্রে সচেতনতা যেমন জরুরি তেমনি প্রয়োজন কুটনৈতিক কৌশলের মাধ্যমে আন্তর্জাতিক সমাধান খুঁজে বের করা।
বিশিষ্ট সাংবাদিক ও নদী রক্ষা কমিশনের সদস্য মীর গোলাম মোস্তফা বলেন, আমাদের পানির উৎসগুলোকে দূষনের হাত থেকে বাঁচাতে হবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর উদ্যোগ নিতে হবে।
ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সহ-সভাপতি ও অন্যচিত্রের উপদেষ্টা কাজী আজাদ জাহান শামীম বলেন, সভা সমাবেশে মূল্যবান আলোচনা করলেই হবেনা, মূল্যবান পদক্ষেপ গ্রহন জরুরী। এখনই সময় সঠিক পদক্ষেপ নিয়ে পানির উৎসগুলোকে বাঁচানোর।
নদী রক্ষা কমিশনের সদস্য এডভোকেট শিব্বির আহমেদ লিটন বলেন, নদী দখল রোধ করে পানির প্রবাহ স্বাভাবিক রাখতে হবে। নদীর নাব্যতা ফেরাতে হবে সেইসাথে আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে পানির অবাধ চলাচল নিশ্চিত করতে হবে।
সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা আবু সাইদ মোঃ রেজাউল হক বলেন, ব্যক্তিগত পর্যায় থেকে সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় উদ্যোগ নেয়ার মাধ্যমে সমাধান খুঁজতে হবে।
নারী উদ্যোক্তা সৈয়দা সেলিমা আজাদ, যুব উদ্যোক্তা কুদরত -এ- এলাহী তাদের বক্তব্যে পানি দুষন ও পরিবেশ বিপর্যয়ের কথা তুলে ধরেন। নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে এবং মৃতপ্রায় নদীগুলোকে বাচিঁয়ে রাখতে অংশগ্রহনকারীগণ মূল্যবান মতামত উপস্থাপন করেন। আলোচনার মূল প্রবন্ধ পাঠ করেন অন্যচিত্র ‘র সমন্বয়ক ইমন সরকার।
অনুষ্ঠানে অন্যচিত্রের স্বেচ্ছাসেবক বোরহান, পিংকি, জাকিয়া, আঁখি সহ বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পরিবেশ আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে সরকারের সাথে জড়িত পরিবেশ আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ব্রহ্মপুত্র পাড়ে নদী রক্ষা ও পানির উৎস বাঁচানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।