মো: রফিকুল ইসলাম: মুজিব শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা অন্যচিত্র বাংলাদেশ এর অনন্য উদ্যোগ প্রাকৃতিক পরিবেশে পাঠ্যাভ্যাস কর্মসূচির অংশ হিসেবে অন্যচিত্র মডেল পাঠাগার আগামী ১২ সেপ্টেম্বর, ২০২০ শনিবার বিকাল ৩ ঘটিকায় কাচারীঘাটস্থ অনসাম্বল মুক্তমঞ্চে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হতে যাচ্ছে।
অন্যচিত্র বাংলাদেশ এর অনারারী নিবার্হী পরিচালক ও অন্যচিত্র মডেল পাঠাগারের সভাপতি রেবেকা সুলতানার সভাপতিত্বে উদ্বোধক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-্চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, বিশেষ অতিথি ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম সেবা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোঃ হুমায়ুন কবির, বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক স্বপন ধর, ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কাজী আজাদ জাহান শামীম, ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখবেন প্রাকৃতিক পরিবেশে পাঠ্যাভ্যাস কর্মসূচির বাস্তবায়ন সহযোগি প্রতিষ্ঠান অনসাম্বল থিয়েটারের সভাপতি ও বিশিষ্ঠ নাট্যব্যক্তিত্ব আবুল মুনসুর। জাতির পিতাকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করবেন অনসাম্বল থিয়েটারের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রুবেল।
উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন সর্ম্পকে অন্যচিত্র বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী ও অন্যচিত্র মডেল পাঠাগারের সাধারণ সম্পাদক ইমন সরকার বলেন, বই পড়তে ভাল লাগে আমার। এখনকার শিশুরা বই হাতে নেয়না তারা ডিভাইস ভালোবাসে। বই এর পাতার গন্ধ যে কতো সুন্দর তা এখনকার শিশুদের অনুধাবন করাতে চাই। সেজন্য আমাদের এই পাঠাগার অনন্য উদ্যোগ। আমরা মনে করি প্রকৃতির সান্নিধ্যে বসে নদীর মুক্ত বাতাসে নিজেকে নিয়ে বই এর সাথে সুন্দর সময় কাটবে আমাদের এই কর্মসূচির মাধ্যমে। অন্যচিত্র পরিবারের প্রত্যেক সদস্য ছোট পরিসরের আয়োজনটি সফল করতে রাত দিন কাজ করে যাচ্ছেন। পড়ার নির্মল আনন্দ নিতে সকল বয়সের নারী-পুরুষকে স্বাগত জানাই।