২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
ময়মনসিংহে জীবাষ্ম জ্বালানীর ব্যবহার বন্ধ করার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অন্যচিত্র উন্নয়ন সংস্থার প্রাক্তন চেয়ারম্যান কাজী এম.এ মোনায়েমের তৃতীয় মৃত্যুবার্ষিকী ময়মনসিংহে বিশ্ব পানি দিবসে পানি ও স্যানিটেশন সংকট সমাধানে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন প্রতিপাদ্যের আলোকে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শপথ নিল সহস্রাধিক শিক্ষার্থীদের বাল্যবিবাহ বিরোধী শপথ পড়ালেন ইউএনও ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে অন্যচিত্র উন্নয়ন সংস্থার আলোচনা আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে জলবায়ু অভিযোজন ভুমি ও কৃষিতে নারীর অবস্থান শীর্ষক মতবিনিময় সভা শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানার জাতীয় শুদ্ধাচার পুরস্কার গ্রহণ অন্যচিত্র ও এএলআরডি’র যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক আলোচনা ও বৃক্ষরোপন অন্যচিত্র ও এএলআরডি’র যৌথ উদ্যোগে ময়মনসিংহে বিশ্ব পানি দিবস পালিত

অনলাইন ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং যুগান্তরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার উপজেলা পাবলিক হলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল)। উপজেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২৯ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। ৯১জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ ও সাহিত্য সম্পাদক মো. আমিরুল মোমেনীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জের চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিসবাহ উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন সার্ডের ম্যানেজার মো. আবদুল বাছেদ, পপির সিনিয়র ব্যবস্থাপক মো. মোজাম্মেল হক, স্বজন সমাবেশের সহসভাপতি ডা. একেএম মাহফুজুল হক, মো. আবদুল মালেক, আবদুল মান্নান, শামীমা খানম মীনা, মো. ওয়াহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. আবদুল মান্নান, স্বজন অনামিকা সরকার, মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ বেগম, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, চায়না রানী সরকার, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেন, তাসাদদুল করিম, নুর মোহাম্মদ, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।

পুরস্কারপ্রাপ্ত বিজয়ী প্রতিযোগীরা হল প্লে-নার্সারি গ্রুপে হোমায়রা তাসনিম আসফী, আহনাফ রশিদ তনয়, তাহমিন ইসলাম আদিব, জাইয়ান মুনতাসিফ, শ্যামাশ্রী ঘোষ (বৃন্দা), প্রথম শ্রেণিতে মারইয়ান বিনতে মালেক নিসা, তাহসিন খান শীর্ষ, কাশফিয়া জাহান তৃপ্তি, নাফিস, রিফাহ তাসনিয়া তরী, দেবজীত দেবনাথ অর্থ, নাবিল।

দ্বিতীয় শ্রেণির জুলিয়ন সরকার পুনম, যারিন সুবাহ রাইসা, অরিত্র সরকার, সাবিহা জাহিদ, সিদরাতুল মুনতাহা, অংকিতা দেবনাথ, তাফান্নুর মোতারিজ হিয়া। তৃতীয় শ্রেণির গোলাম শাহরিয়ার ইফতি, মরিয়ম আফরিন মীম, রিজবান রিসাদ লামিম, মো. জাহিদ হাসান, গোবিন্দ পাল অভি, শারিকা প্রজ্ঞা।

চর্তুথ শ্রেণির আনিকা তাবাসসুম সেজুঁতি, সামিয়া আক্তার জুই, ফারাহ মাহমুদ মেধা, ইসরাত জাহান মিতু, মো. মাহির ফয়সাল যায়িদ, মোছা. কাকলি আক্তার সামিয়া, জয় চন্দ্র দে, জাসিয়া জান্নাত প্রিথিলা, নিপুন আক্তার পলি। পঞ্চম শ্রেণির আরাফাত ইসলাম সৌরভ, হোমায়রা তাবাসসুম আরাবী, খাদিজাতুল সাদিয়া, অনিন্দ্য সরকার স্বপ্ন, যারিন সোবাহ পৌষী, মাহবুবা রহমান মুক্তি, কাজী ইকরা হক তোয়া, মো. আতিফ ফয়সাল সানি, শুভজিৎ দেবনাথ তীর্থ, তাজরিয়ান সুলতানা।

ষষ্ঠ শ্রেণির নুসরাত জাহান মিথিলা, জিন্নাতুন নূর ইফা নুসরাত জাহান মীম, প্রত্যাশা দাস, পুলক সরকার টুটুল, নুসরাত আলম ইভা, রুপমা সরকার প্রমি, আমাতুর রহমান মাইমুনা, মেহেবুন্নেছা তন্নী, মোছা. ঝুমা আক্তার কনা, আনিকা ইসলাম শ্রুতি, অভিজিত চক্রবর্তী (অভি), নূরে তাবাসসুম মায়ষী, পৃথা এস পূর্বা, মো. সাইসান মণ্ডল, এহসানুল হক জারিফ, রহান আবসার তাইফ, তাইয়্যেবা জামান রায়না, গীতা পাল (নুপুর), মাশিয়াত রাহমান লামিয়া।

অষ্টম শ্রেণির মৃত্তিকা রায়, মাহদিয়া সালাম দিয়া, মুনাওয়ারা তাসনিম জান্নাত, রেজুয়ানা জান্নাত অর্জিতা, তাহমিদ ইসলাম, তাসফিয়া ইসলাম প্রভা, ঐশ্বরিয়া পাল, ইরফাত জাহান ইমা, শাকিবা আক্তার সালমা, সামিয়া আক্তার মেহেরুন।

নবম শ্রেণির অনুপমা সরকার শর্মী, নাজনীন জান্নাত অর্পিতা, ইনস্র্রা নানজিবা তাদুবিহ, অনন্যা উর্মি, ইয়ামিনা অনন্যা, সাদিয়া জামান রাইসা, দশম শ্রেণির ফাতেমা তুন নূর ইলমি, তাহমিনা আক্তার রিমি, তাসমীম রশিদ অপর্না, মাহমুদা রহমান মুন্নী, উম্মে তাবাসসুম ছোঁয়া, জান্নাতুল ফেরদৌস মৌমিতা, জান্নাতুল ফেরদৌস নিসা, ফাতেম আনজুম ইকরা, মহিমা আক্তার ও আইরিন ফেরদৌসী ইমি।



ময়মনসিংহে জীবাষ্ম জ্বালানীর ব্যবহার বন্ধ করার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

অন্যচিত্র উন্নয়ন সংস্থার প্রাক্তন চেয়ারম্যান কাজী এম.এ মোনায়েমের তৃতীয় মৃত্যুবার্ষিকী

ময়মনসিংহে বিশ্ব পানি দিবসে পানি ও স্যানিটেশন সংকট সমাধানে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন প্রতিপাদ্যের আলোকে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শপথ নিল সহস্রাধিক শিক্ষার্থীদের বাল্যবিবাহ বিরোধী শপথ পড়ালেন ইউএনও

ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে অন্যচিত্র উন্নয়ন সংস্থার আলোচনা

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে জলবায়ু অভিযোজন ভুমি ও কৃষিতে নারীর অবস্থান শীর্ষক মতবিনিময় সভা

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানার জাতীয় শুদ্ধাচার পুরস্কার গ্রহণ

অন্যচিত্র ও এএলআরডি’র যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক আলোচনা ও বৃক্ষরোপন

অন্যচিত্র ও এএলআরডি’র যৌথ উদ্যোগে ময়মনসিংহে বিশ্ব পানি দিবস পালিত

গৌরীপুর পৌরশহরে করোনায় মৃত্যুবরণকারী হিন্দু ব্যাক্তির সৎকারের দায়িত্ব নিলেন সাংবাদিক কমল সরকার

জীবনের সমীকরণ কেন মেলাতে পারিনা?- রেবেকা সুলতানা

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানার জাতীয় শুদ্ধাচার পুরস্কার গ্রহণ

মা কেন কাঁদে! মা-মায়ের অনুভূতি || রেবেকা সুলতানা|

এসো মিলি প্রাণের স্পন্দনে, কাটুক সময় আত্মার বন্ধনে। এস.এস.সি-২০০০ ব্যাচের ২০ বছর পূর্তি

গৌরীপুরে পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন হীরার জম্মদিন উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

সালাত ও সাবধানতার ঐক্যতান। আল ইমরান মুক্তা

অন্যচিত্র বাংলাদেশ এর অনন্য উদ্যোগ প্রাকৃতিক পরিবেশে পাঠ্যাভ্যাস কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শনিবার

ময়মনসিংহের গর্ব অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা দ্বিতীয় বারের মত আইজিপি ব্যাজ পেলেন

গৌরীপুরে ভাই-বোনের ঝগড়া কিশোরীর লাশ উদ্ধার

বিজ্ঞাপন

ছবিঘর

Top