স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে জলবায়ু অভিযোজন ভুমি ও কৃষিতে নারীর অবস্থান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক উন্নয়ন সংস্থা ‘অন্যচিত্র’ ময়মনসিংহের আয়োজনে মঙ্গলবার ২২মার্চ দুপুরে উপজেলা পরিষদ হল রুমে সংস্থার অনারারি নির্বাহী পরিচালক রেবেকা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন, নারীর ক্ষমায়নে ভুমি ও কৃষিতে তাদের অবস্থান সুদৃঢ় করতে সামাজিক এবং পরিবারিক ভাবে এগিয়ে আসার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, যুব উন্নয়ন কর্মকর্তা একেএম আব্দুল কাদির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক মো. সেলিম, রতর ভৌমিক প্রমূখ।