সান্ধ্যকালীন কোর্স বন্ধ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ সংক্রান্ত এক আদেশ জারি করেন।
এর আগে বুধবার (১১ ডিসেম্বর) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সান্ধ্যকালীন কোর্স বন্ধে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে জবি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি করা যাবে না। তবে সান্ধ্যকালীন প্রোগ্রামে যেসব শিক্ষার্থী এরই মধ্যে ভর্তি নেওয়া হয়েছে, তাদের কোর্স শেষ করার ক্ষেত্রে কোনো বিধি-নিষেধ নেই।
প্রসঙ্গত, গত সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সের বিষয়ে সমালোচনা করেন।
তিনি বলেন, ‘অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় এখন দিনে সরকারি আর রাতে বেসরকারি চরিত্র ধারণ করেছে।’