মোঃ রফিকুল ইসলাম : নোভেল করোনা (কভিড-১৯) ভাইরাসের উপদ্রবে আজ বিশ্ব জনপদ স্থবির। সংকট মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রাণান্তর বাচাঁনোর চেষ্টা দেশ ও দেশের মানুষকে, বাদ নেই রাষ্ট্র, সরকার, সরকারি-বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের আন্তরিক প্রচেষ্টা । ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রম সংকুচিত করার মাধ্যমে শুরু হয় বাংলাদেশের নোভেল করোনা ভাইরাস সংকট প্রতিরোধে সংগ্রাম। সরকারি সকল উদ্যোগ যথাযথ বাস্তবায়নের পাশাপাশি সরকারি বেসরকারি সংস্থা, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্বদের সমন্বয়ে পরিস্থিতি মোকাবেলায় তেমনি সংগ্রাম করে যাচ্ছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান। সরকারি সাধারন ছুটি ঘোষনা করার পর একদিকে করোনা সংক্রমন ঠেকানোর চেষ্টা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন অন্যদিকে অনাহারীদের খাবার চাহিদা নিশ্চিত করা, জনগনকে ঘরে রাখার সংগ্রাম করে যাচ্ছেন জেলা প্রশাসক।
ঘরে ঘরে নিজ হাতে ত্রাণ সামগ্রী বিতরন, ব্যাপক প্রশাসনিক তৎপরতার মাধ্যমে মানুষকে ঘরে রাখা, পাড়া মহল্লায় স্বেচ্ছাসেবী দল গঠন, এনজিওদের সাথে সমন্বয়, সরকারি নির্দেশনা বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে মাঠ প্রশাসন দিয়ে কঠোরভাবে কাজ করা, করোনা প্রতিরোধী সচেতনতামূলক মাইকিং, মসজিদে মসজিদে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচার নির্দেশনা প্রদান, পদের অহমিকা নয় সাধারন মানুষের কাতারে দাঁড়িয়ে প্রকৃত দুঃস্থদের তালিকা করে সহায়তা প্রদান করা, ঘরে ঘরে ত্রাণ সহায়তা নিজ হাতে পৌঁছে দেয়ার অবিরত প্রচেষ্টা, কর্মহীন ও অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দেয়ার কাজ সমন্বয় করা, ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এ সংকটকালীন সময়ে দাড়ানোদের উৎসাহসহ পুরস্কৃত করার উদ্যোগ গ্রহণ সহ অফিসিয়াল ফেসবুক পেইজ ও আঞ্চলিক গ্রুপের সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ ও ব্যবস্থা নেওয়া, ব্যক্তিগত ফেসবুক আইডির মাধ্যমে প্রতিদিনই তারিখ ভিত্তিক করণীয় সংশ্লিষ্ট তথ্য প্রদান, দাপ্তরিক ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা প্রতিরোধে প্রচার করার মাধ্যমে ময়মনসিংহের জেলা প্রশাসক ময়মনসিংহের জনগনের মনে আস্থা কুড়িয়েছেন। সারাদিন সাধারন মানুষের কথা ভেবে চলা অসাধারন কর্মতৎপর এই মানুষটিই ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
মোঃ মিজানুর রহমান গত ০২/০৭/২০২০ তারিখে ময়মনসিংহে যোগদান করেন, এর আগে নওগাঁ জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্বরত ছিলেন, এবং তারও আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি উপসচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। মোঃ মিজানুর রহমান কারমাইকেল কলেজ হতে উচ্চমাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি দেশের বাইরের একটি বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
ময়মনসিংহের সাধারন মানুষের মধ্যে জনপ্রশাসনের এই পদস্থ কর্মকর্তা ইতোমধ্যেই আস্থা ও ভালোবাসার আশ্রয়ে পরিনত হয়েছেন।