স্বপ্নলোক উদ্যোক্তা সমাজের উদ্যোগে গৌরীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের উপনির্বাচনে মো. নাজিম উদ্দীন কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ায় ও প্রতিষ্ঠানের কনিষ্ঠতম সদস্য তাজুয়ার মোকাম্মেল তাসিন এসএসসি পরীক্ষা গোল্ডেন জিপিএ ৫ পাওয়ায় (২৮ জুন/১৯) এনটিটি মডেল স্কুলের হল রুমে সংবর্ধনার আয়োজন করা হয়৷
উদ্যোক্তামূখী স্বপ্নলোক উদ্যোক্তা সমাজের মাসিক মিটিং ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য মো. আল ইমরান মুক্তার সভাপতিত্বে কো-অর্ডিনেটর মো. মশিউর রহমানের সঞ্চালনায় আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজের প্রভাষক ইমন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য পলাশ বিশ্বাস, ফারুখ আহমেদ মামুন, মো. মামুন মিয়া, এবিএম বোরহান উদ্দিন, এমএইচটি মোজাম্মেল হক, সঞ্জীব আর্চায, মো. আজমল হক, মো. আব্দুল আজিজ প্রমুখ৷