হাঁটতে হাঁটতে থামতে হয়,
থেমে থেমে ভাবতে হয়-
কতোখানি কে আপন হয়?
বেখেয়ালে চলতে গেলে,
সবাইকে নিজ ভাবতে গেলে-
আপন মনে পস্থাতে হয়।
মাতা-পিতা-ভগ্নি-ভাই
তার চেয়ে তো আপন নাই-
তারাও পর হতে পারে বদলে যদি যায় সময়।
যদি তুমি চলতে চাও-
নিজের মাঝেই নিজেকে নাও
তোমার চেয়ে বড় আপন কেউ তো নয়।
এমন কিছু সময় পাবে
রক্ত নয়, পর আপন হবে
তোমার অবস্থানে হবে তোমার পরিচয়।
রেবেকা সুলতানা
অনারারি নির্বাহী পরিচালক, অন্যচিত্র উন্নয়ন সংস্থা, ময়মনসিংহ।
ইমেইল : rebeka@onnochitra.org