একটা নতুন সকাল পেলে,
জীবনটাকে সাজিয়ে নিতাম।
খুব সজোরে বৃষ্টি এলে-
মনটাকে ঠিক ভিজিয়ে নিতাম।
অপেক্ষাতে অপেক্ষাতে,
কাটছে সকাল কাটছে রাত।
ইচ্ছেগুলো বালিশ চাপায়-
ভাগ্যে আমার নেইতো হাত।
আমি শুধুই আলোটা চাই,
অন্ধকারে ভীষণ ভয়।
যোগ্যতার মাপকাঠিতে-
নিত্য আমার হয় পরাজয়।
আলো ছায়ার খেলাঘরে,
নিত্য আমার কাটছে দিন।
শূন্যতাতে পূর্ণতা খুঁজে-
জীবনের কাছে বাড়ছে ঋণ।
আবার যদি আসে সকাল,
নতুন করে বুনবো ফসল।
স্বপ্ন আবার করবো চাষ-
লাভ না পেলেও তুলবো আসল।
রেবেকা সুলতানা
অনারারি নির্বাহী পরিচালক, অন্যচিত্র উন্নয়ন সংস্থা, ময়মনসিংহ।
ইমেইল : rebeka@onnochitra.org