কমল সরকার, গৌরীপুর: ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “স্বপ্নের গৌরীপুর ” সংগঠনের উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় হাসপাতালের প্রধান ফটকের সামনে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হয়েছে। (১১ জুলাই) শনিবার করোনা ভাইরাস টেস্টের নমুনা বুথের উদ্বোধন করেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্নয়কারী ও অর্পূব শিল্পী গোষ্ঠীর পরিচালক জনি হামিদ, গৌরীপুর উপজেলা তাতীলীগের আহবায়ক জোবায়ের রহমান সোহান, বেসিক লার্নিং সেন্টারের পরিচালক সাংবাদিক এইচ.টি তোফাজ্জল, ছাত্রলীগ নেতা নিলয় প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রবিউল ইসলাম বলেন, বিপুল সংখ্যক জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে “স্বপ্নের গৌরীপুর” সংগঠনের সহযোগিতায় হাসপাতালে করোনা ভাইরাস নমুনা বুথের ব্যবস্থা করা হয়েছে। আমরা সকলের দোয়া ও সহযোগিতায় চেষ্টা করে যাচ্ছি এলাকার লোকজনকে সেবা দিতে। তিনি আরোও বলেন, করোনার এই দুর্যোগের সময় হাসপাতালের প্রতিটি চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীরা নিরলস ভাবে এলাকায় কাজ করে যাচ্ছেন।