মো. রফিকুল ইসলাম : করোনা ভাইরাস (কভিড-১৯) একটি ভাইরাস৷ নিস্তব্ধ পুরো বিশ্ব৷ দেশ থেকে দেশান্তর, রাষ্ট্র থেকে সরকারি-বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানের দেশ ও দেশের মানুষকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা৷ তেমনি ব্যক্তি পর্যায় থেকে একটি স্বেচ্ছাসেবী কার্যক্রম নো ক্যাপটেন ব্যাচ৷
ময়মনসিংহ গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ‘নো ক্যাপটেন ব্যাচ’ এর আর্থিক ও স্বেচ্চাশ্রমের উদ্যোগে করোনা ভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গত (২ এপ্রিল/২০) অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজার সম্পূর্ণ জীবাণুনাশ ছিটানো, মাইক দিয়ে সতর্ক বার্তা, লিফলেট বিতরণ, সাবান ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে৷
তেমনি (৩ এপ্রিল/২০) ইউনিয়নের খালিজুরি গ্রামের মোর, মোবারকপুর, অচিন্তপুর বাজার, মহিশ্বরন বাজার, মুখুরিয়া বাজার, সিংরাউন্দ মোর, কিল্লাতাজপুর মোর ও শাহগঞ্জ বাজারে মাইকে সর্তক প্রচার, লিফলেট, সাবান ও মাক্স বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়৷ এছাড়াও প্রতিদিনের ন্যায় ৪ এপ্রিল ইউনিয়নের ৩৫টি মসজিদে ২টি করে সাবান বিতরন করা হয়৷
নো ক্যাপটেন ব্যাচের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়কারী জাহিদ হাসান রাসেল জানান, আমাদের মনোবল শক্ত, ক্ষুদ্র প্রচেষ্টায় অনেক বেশি কাজ করছি৷ শহরে যেমন সচেতনতা ও সংক্রমণ রোধে কাজ করছে গ্রামে তার ছিটেফোঁটাও নাই৷ দায়িত্ব ও মূল্যবোধের জায়গা থেকে আমাদের নো ক্যাপটেন ব্যাচ কাজ করছে এবং ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে৷
কার্যক্রমে নো ক্যাপটেন ব্যাচের রাসেল, সম্রাট, মামুন, রেজভী, জহিরুল, মতি, সুমন, জুনায়েদ, রাজিব, বাবলু, ওয়াসিম, রাসেল-২, আরজু, মৌলা, নিয়ামত, মজিবুর, বাবু, সাখাওয়াত, হাবিবুর, ছোটন, রুবেল, মুরাদসহ ৬০জন সদস্য আর্থিক ও স্বেচ্ছাশ্রমে কাজ করে চলছেন৷