এবিএম বোরহান উদ্দিন : ময়নসিংহের অন্যচিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায়, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে শনিবার (২৮ মার্চ/২০২০) অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনারারি নির্বাহী পরিচালক ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় রাতের বেলার রান্না করা খাবার বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রান্না করা খাবার, পরিস্কার পরিচ্ছতার সাবান, হ্যান্ড স্যানিটাইজেশন ও ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা করেন।
ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে রবিবার (২৯ মার্চ/২০২০) ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরে, সোমবার (৩০ মার্চ/২০২০) অনাহারী দুস্থ অসহায় ১০০টি কর্মহীন অসহায়, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, পেয়াঁজ, তেল নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ হ্যান্ড স্যানিটাইজেশন বিতরণ করা হয়।
অন্যচিত্র উন্নয়ন সংস্থার যুগ্ন সম্পাদক ও খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণের সমন্বয়কারী প্রধান ইমন সরকার রুপম জানায়, অন্যচিত্র উন্নয়ন সংস্থা একটি স্বেচ্ছাসেবী কল্যানমূলক প্রতিষ্ঠান। অত্যন্ত স্বচ্ছতার সাথে এর সকল কার্যক্রম পরিচালিত হয়। আইনগত সহায়তা প্রদান অন্যতম প্রশংসনীয় উদ্যোগ। সরকারি আইনগত সহায়তা আইন ২০০০ এর প্রেক্ষিতে প্রচারনা ও সব ধরনের সহায়তা করা, কর্মসংস্থান তৈরীর জন্য প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, প্রেষণামূলক সেমিনার, পাঠাগারের মাধ্যমে বই পড়ার অভ্যাস তৈরী করতে কাজ করে।
তিনি আরোও বলেন, আপাতত করোনা সংকট চলছে। করোনায় স্থবির জনপদে সবচেয়ে সংকটে খেটে খাওয়া মানুষ। রাস্তায় পড়ে থাকা মানুষদের খাবার জোগার করাও কঠিন। সরকারি উদ্যোগ থাকলেও স্থানীয়ভাবে দৃষ্টি না দিলে সবার হাতে সাহায্য পৌঁছবেনা। তারই পরিপ্রেক্ষিতে আমাদের সীমিত সক্ষমতায় করোনা ত্রাণ তহবিলে দান-অনুদানে যতোটা পারি আমরা কাজ করছি। যদি কেউ সাহায্য করতে চান, তবে আমাদের করোনা ত্রাণ তহবিলে দান অনুদান প্রেরন করতে পারেন। পাঠাতে পারেন ০১৭১০-১৭৬৩০৪ বিকাশ নাম্বারে, আমাদের স্বেচ্ছাসেবকরা যথাযথ ব্যক্তির হাতে তা পৌঁছে দিবে। অনুদানের আপডেট হিসাব আমাদের ওয়েবসাইট https://www.onnochitra.org/event/1579/ তে দেখতে পারবেন।
উল্লেখ্য আজ মঙ্গলবার (৩১ মার্চ/২০২০) গৌরীপুর পৌরশহরের ৫০টি কর্মহীন অসহায়, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ হ্যান্ড স্যানিটাইজেশন বিতরণ করা হবে। করোনা মোকাবেলায় সংকটময় মূর্হুত্বের প্রতিদিনই এই কার্যক্রম ময়মনসিংহ সিটি করপোরেশন ও গৌরীপুর পৌর এলাকাসহ গ্রামাঞ্চলে অব্যাহত থাকবে বলে জানা যায়।