মানিকগঞ্জের শিবালয়ে করোনাভাইরাস প্রতিরোধে ঘরে অবস্থানকারী দরিদ্র অসহায় কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীমের দিক নির্দেশনায় নভেল করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শিবালয় উপজেলার বিভিন্ন এলাকায় দিন এনে দিন খায় এরকম অসায় ৫০টি পরিবারকে এ খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এ খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবণ । এসব প্যাকেট বাড়িতে বাড়িতে গিয়ে কর্মহীন অসায় মানুষের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন শিবালয় থানার ওসি মিজানুর রহমান এবং ওসি (তদন্ত) নজরুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
পুলিশ সুপার রিফাত রহমান শামীম সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের কারণে ঘরে আটকে থাকা ও কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্যই জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।জেলা পুলিশের পক্ষ থেকে অন্যান্য থানা এলাকাতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান। এর আগে বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে শিবালয়ের ৪শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পুলিশ সুপার রিফাত রহমান শামীম বুধবার সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের কারণে ঘরে আটকে থাকা ও কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্যই জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।জেলা পুলিশের পক্ষ থেকে অন্যান্য থানা এলাকাতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।