কমল সরকার’গৌরীপুর: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি চাল কালোবাজারে বিক্রির দায়ে ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ স্বপন মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯জুন) বিজ্ঞ আদালতে সোর্পদ করার পর শুনানী শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খান জানান, ১৬এপ্রিল বৃহস্পতিবার ২টি প্লাস্টিকের বস্তায় বোকাইনগর ইউনিয়নের কালিবাড়ীর মোঃ রফিক মিয়ার ছেলে মোঃ রিয়াজ মিয়া (২০) ও লুটন রাজবরের পুত্র মহেশ রাজবর (৪৫) নিয়ে যাওয়ার সময় উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন চাল নিয়ে যাওয়ার বিষয়টি জিজ্ঞাসাবাদ করেন। ওরা দু’জন জানায় যে, খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার কালীপুর মধ্যম তরফের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ মাহবুবুর রহমান শাহিন (৪৫) ও বোকাইনগর ইউনিয়নের মেম্বার বালুচড়া গ্রামের আবু সাঈদ সাহেদের ছেলে মোঃ স্বপন মিয়ার নিকট হইতে চাল এনেছে। এ ঘটনায় ডিলার শাহিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃত স্বপন মিয়া হত্যা, বিস্ফোরকসহ ১২টি মামলার এজাহারভুক্ত আসামী।