কমল সরকার,গৌরীপুর: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের গাভীশিমুল প্রিমিয়ার লীগ ফুটবলে ফাইনাল খেলায় সোমবার (১০ আগস্ট) গাভীশিমূল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় গাভীশিমূল একাদশকে ট্রাইব্রেকার হারিয়ে চ্যাম্পিয়ান ট্রপি অর্জন করেন উপজেলার ঐতিহ্যবাহী বোকাইনগর ইউনিয়ন একাদশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান চ্যাম্পিয়ান ও রানারআপ টিমের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন গৌরীপুর পৌরসভার কাউন্সিলার মোঃ আব্দুল কাদির। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শহীদুল্লাহ, গাভীশিমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, টুর্নামেন্ট আয়োজক কমিটির নাহিদ পারভেজ তুষার, ফয়সাল আহাম্মেদ অপি, হেদায়েত উল্লাহ সৈকত, আসাদুল হক প্রমুখ