২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার || ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
ময়মনসিংহে জীবাষ্ম জ্বালানীর ব্যবহার বন্ধ করার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অন্যচিত্র উন্নয়ন সংস্থার প্রাক্তন চেয়ারম্যান কাজী এম.এ মোনায়েমের তৃতীয় মৃত্যুবার্ষিকী ময়মনসিংহে বিশ্ব পানি দিবসে পানি ও স্যানিটেশন সংকট সমাধানে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন প্রতিপাদ্যের আলোকে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শপথ নিল সহস্রাধিক শিক্ষার্থীদের বাল্যবিবাহ বিরোধী শপথ পড়ালেন ইউএনও ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে অন্যচিত্র উন্নয়ন সংস্থার আলোচনা আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে জলবায়ু অভিযোজন ভুমি ও কৃষিতে নারীর অবস্থান শীর্ষক মতবিনিময় সভা শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানার জাতীয় শুদ্ধাচার পুরস্কার গ্রহণ অন্যচিত্র ও এএলআরডি’র যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক আলোচনা ও বৃক্ষরোপন অন্যচিত্র ও এএলআরডি’র যৌথ উদ্যোগে ময়মনসিংহে বিশ্ব পানি দিবস পালিত

পাঠ : ০১ …………………..
এইতো কিছুক্ষন আগে-
আমাদের পাড়ার এক দাদা আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করছে-
“হে প্রকৃতি! কেন শাস্তি দিচ্ছো? আজ পনেরো দিন। গৃহবন্দী আমি- আমরা -ওরা- তারা সকলেই। আর কতো?
– আলু আর চালের যোগানে বাচ্চার দুধের চাহিদা মেটেনা।
– মায়ের জন্য রোজ যে ওষুধ কেনা লাগে সেটা কে যোগাবে?
– বাবাকে চোখের ডাক্তার দেখানোর কথা ছিলো, দেখানো যাচ্ছে না।
– স্ত্রী কে কথা দেয়া ছিল, এ বৈশাখে কাচের চুঁড়ি কিনে দেবো। মেলায় যাবো একসাথে।
কেন এমন করছো তুমি? হে, প্রকৃতি! এবার থামো?”
দুম করে বৃষ্টি নেমে গেলো তখন। ধুম ধুম আওয়াজে চারপাশ ভারী হলো। আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো।
মানুষকে ঘরে থাকার ডাক নিয়ে পুলিশের গাড়িটি সাইরেন বাজিঁয়ে গেলো দাদার উপর দিয়েই।
তারপর কেঁপে কেঁপে এলো কিছু দৈব বানী-
” হে মানুষ, তোমাদের শিক্ষা হওয়া উচিত। আমার গায়ে বেচে থেকে তোমরা আমাকেই খেয়ে ফেলেছো। আমার ভূমিতে একের পর এক তুমি কারখানা গড়েছো। আমার মাটিতে চাপ দিয়ে বানানো অট্রালিকায় তুমি আকাশ ছুতে চেয়েছো। তোমার জন্য আমার বৃক্ষরাজি কাটা পড়েছে। তোমার কারখানার ধোয়ায় তুমি ভারী করেছো আমার বাতাস। আমার নদী তুমি ভরে দিয়েছো আবর্জনায়। আমার পাহাড় কেটে তুমি তাতে রাজত্ব গড়েছো। তোমার অত্যাচারে আমার বণ্য প্রাণিগুলো হারিয়েছে তাদের আবাস। আমার সমুদ্র তুমি প্লাস্টিক আর আবর্জনায় ভরে দিয়েছো। প্রকৃতি প্রেম আর পর্যটনের নামে তুমি আমাকে ছিড়ে ছিড়ে খাচ্ছো। আমার সমুদ্রের প্রাণগুলোকে তুমি কতো সহজে নিঃশেষ করে দিচ্ছো। আমার আকাশ, বাতাস, নদী, বন, প্রান্তর ও প্রাণ তোমার কাছে অসহায়।
– বলতে পারো? কেন প্রতিশোধ নিবোনা আমি? ঠিক আমার মতো তুমিও যখন ধুকে ধুকে মরবে তখন বুঝবে কতোটা যন্ত্রণা তুমি আমাকে দিয়েছো, দিচ্ছো।
– এই নিষ্প্রাণ শহরে-প্রান্তরে-গ্রামে-বন্দরে আজ আমি আবারো ফিরে পেয়েছি আমার রাজত্ব।
– এইতো কথা ছিল। তবে কেন এতো অভিযোগ তোমার? কেন আশা করছো চিরকাল আমায় কষ্ট দিয়ে তুমি সুখের সাম্রাজ্য গড়বে?”
দাদা প্রকৃতির কাছে আত্মসমর্পন করলো।
-আমরা আমাদের পাপ বুঝতে পেরেছি। আমাদের মুক্তি দাও। আমরা আবার তোমার সাথে মিলেমিশে বাচতে চাই।
– প্রকৃতি নৈঃশব্দে আবারো তার ঠিকানায় ফিরে গেলো। তার এই প্রতিশোধের শেষ কোথায় বলে গেলোনা।
দাদা চেয়ে রইলেন আকাশে
সন্ধ্যার আকাশে তখন কালো মেঘ
বৃষ্টিতে ভিজে যাচ্ছে দাদা।
ভিজে যাচ্ছে আমাদের চোখ।

পাঠ : ০২ …………………..

সুহৃদ,
বড় অস্থির সময়ের প্রতিনিধিত্ব করছি আমরা-
অপ্রত্যাশিত সময়ের অলিতে গলিতে অবিরাম হাঁটছি আমরা।
কথাগুলো শুনে হাসছো?
ভাবছো কি সাধারন অনর্থক কথা, তাইনা?
কিন্তু তুমিই বল এমন অন্ধকার সময়ের কথা কি ভেবেছো কখনো?
এই যে তুমি, রাত পেরিয়ে সকাল হলো তবু সকাল ছোঁতে পেলেনা-

দৌড় ঝাপের দিনের শুরু থেকে মুক্তি নিয়ে
চোখ গুলিয়ে ঘুমিয়ে গেলে এই সকালে
এমন সকাল কি সত্যিই তুমি চেয়েছিলে?

কি সময় এলো বলো-
দিনের আলোয় ঘুমাও তুমি, রাতের আধারে জাগো।
কি জানি কি ভার্চুয়াল সমাজে থেকে
হাতে হাত জড়ানো বন্ধুকেও তুমি দূরে সরিয়ে দিচ্ছো আজকাল, তাইনা?
এমন সময়ের কথা কি তুমি ভেবেছিলে কখনো?

সকালের চায়ে জুড়ে ছিল যে বন্ধু-
তাকে হাসিমুখে বলছো পৃথিবীর অসুখ না সাঁড়লে আর না হয় আসিসনা!
যে মায়ের হাতে যেকোন খাবার অমৃতসম ছিলো-
প্রতিবার খাবার সামনে আনতেই বলছো হাতটা ধুঁয়েছিলে সাবান জলে?

ভাঙনের এই সময়টার নাম কি অস্থিরতা নয়! এমন সময় কি ভেবেছিলে?
তবুও এই হতাশার সময়ে তোমার মুচকি হাসিটা বেশ প্রাণ দেয় আমায়-

এই যে আওয়াজ তুলে বলছো,
আর মাত্র কটা দিন?
আমরা ঘরে থাকলেই পৃথিবী সুস্থ হবে।

তারপর আবার….
আবার আমরা হাসবো
একসাথে ধোঁয়া উঠা চায়ের কাপে গল্প জুড়াবো-

সমাজভাঙা সময়গুলো কেমন ছিলাম!
গৃহের জেলে বন্দী থাকার গল্প হবে নতুন করে!
আবার আমরা পৃথিবীময় দাপিয়ে বেঁড়াবো।

আমি কিন্তু সেই সময়ে
ভাবছি বসে অন্য কথা
পৃথিবীটা সুস্থ হওয়ার প্রতীক্ষাতে
তোমার মতো এই পৃথিবীর মানুষগুলো
ঘরের কোনে আড়াল হয়ে থাকছে তো?
সমাজ ভাঙার মন্ত্র মেনে আবার হাসির স্বপ্ন নিয়ে দিনগুলো তারা গুনছে তো?

পাঠ : ০৩, চলবে …………………..

ইমন সরকার
উন্নয়নকর্মী ও পরিচালক, অন্যচিত্র উন্নয়ন সংস্থা, ময়মনসিংহ।
উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর অফিসার, স্থানীয় সরকার বিভাগ, এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়।
ইমেইল :
[email protected]



ময়মনসিংহে জীবাষ্ম জ্বালানীর ব্যবহার বন্ধ করার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

অন্যচিত্র উন্নয়ন সংস্থার প্রাক্তন চেয়ারম্যান কাজী এম.এ মোনায়েমের তৃতীয় মৃত্যুবার্ষিকী

ময়মনসিংহে বিশ্ব পানি দিবসে পানি ও স্যানিটেশন সংকট সমাধানে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন প্রতিপাদ্যের আলোকে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শপথ নিল সহস্রাধিক শিক্ষার্থীদের বাল্যবিবাহ বিরোধী শপথ পড়ালেন ইউএনও

ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে অন্যচিত্র উন্নয়ন সংস্থার আলোচনা

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে জলবায়ু অভিযোজন ভুমি ও কৃষিতে নারীর অবস্থান শীর্ষক মতবিনিময় সভা

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানার জাতীয় শুদ্ধাচার পুরস্কার গ্রহণ

অন্যচিত্র ও এএলআরডি’র যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক আলোচনা ও বৃক্ষরোপন

অন্যচিত্র ও এএলআরডি’র যৌথ উদ্যোগে ময়মনসিংহে বিশ্ব পানি দিবস পালিত

গৌরীপুর পৌরশহরে করোনায় মৃত্যুবরণকারী হিন্দু ব্যাক্তির সৎকারের দায়িত্ব নিলেন সাংবাদিক কমল সরকার

জীবনের সমীকরণ কেন মেলাতে পারিনা?- রেবেকা সুলতানা

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানার জাতীয় শুদ্ধাচার পুরস্কার গ্রহণ

মা কেন কাঁদে! মা-মায়ের অনুভূতি || রেবেকা সুলতানা|

অন্যচিত্র বাংলাদেশ এর অনন্য উদ্যোগ প্রাকৃতিক পরিবেশে পাঠ্যাভ্যাস কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শনিবার

সালাত ও সাবধানতার ঐক্যতান। আল ইমরান মুক্তা

এসো মিলি প্রাণের স্পন্দনে, কাটুক সময় আত্মার বন্ধনে। এস.এস.সি-২০০০ ব্যাচের ২০ বছর পূর্তি

গৌরীপুরে পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন হীরার জম্মদিন উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

ময়মনসিংহের গর্ব অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা দ্বিতীয় বারের মত আইজিপি ব্যাজ পেলেন

গৌরীপুরে ভাই-বোনের ঝগড়া কিশোরীর লাশ উদ্ধার

বিজ্ঞাপন

ছবিঘর

Top