কমল সরকার,গৌরীপুর: ‘দুর্যোগ ঝুকি হ্রাসে সুশাসন. নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে (১৩ অক্টোবর) মঙ্গলবার দুপুরে আন্তর্জাাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ পাবলিক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ রাহাত’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন জনি, আব্দুল মান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন প্রমুখ।