কমল সরকার’গৌরীপুর : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের প্রাক্তন সভাপতি কামাল লোহানীর ৮৭ তম জন্মদিনের স্মরণে গৌরীপুরে ও শ্যামগঞ্জে শ্রদ্ধাজ্ঞ নিবেদন করা হয়। উল্লেখ্য যে, এই বর্ষীয়ান ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিপ্লবী বেতার কেন্দ্রের অন্যতম যোদ্ধা, একুশে পদক প্রাপ্ত সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা, কলম সৈনিক করোনায় আক্রান্ত হয়ে গত ২০ জুন (শনিবার) সকাল সোয়া ১০ টার দিকে রাজধানীর শেখ রাসেল গেস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার নিজ জন্মস্থান সোনতলা গ্রামে স্ত্রীর কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়েছে।
কেন্দ্রীয় উদীচী’র কর্মসূচীর অংশ হিসেবে বর্ষীয়ান এই নেতার জন্মদিনে সারাদেশের ন্যায় গৌরীপুর ও শ্যামগঞ্জ শাখা উদীচী শিল্পীগোষ্ঠী এবং শ্যামগঞ্জ আনন্দ ধারা’র উদ্যোগে সন্ধ্যা সাতটায় মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেন। এ বিষয়ে শ্যামগঞ্জ শাখা উদীচী’র সভাপতি ডাঃ শহীদুল্লাহ বলেন, আমরা এক আপোষহীন নেতৃত্বকে হারিয়েছি, যা আগামীর সাংস্কৃতিক আন্দোলনকে ব্যহত করবে। গৌরীপুর শাখা উদীচী’র সাধারণ সম্পাদক বলেন, এরকম একজন সাংস্কৃতিক যোদ্ধার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।