কমল সরকার’গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং ইউনিয়নে শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ শতাধিক। প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবে দীর্ঘদিন ধরে এ স্কুলের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছিল। বিষয়টি উপলব্দি করে অবশেষে এলজেএসপির বরাদ্দকৃত টাকায় একটি বিশাল হাফ বিল্ডিং ঘর নির্মাণ করে দিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। স্কুলের প্রধান শিক্ষক শেখ মোঃ আবু সাঈদ স্কুলের এ নতুন ভবন নির্মাণ করে দেয়ায় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এতে স্কুলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। নতুন ভবনটিতে ১৫০ জন শিক্ষার্থীর পাঠদান দেয়া সম্ভব হবে। ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন জানান, এলজিএসপি-৩ এর ২০১৮-২০১৯ অর্থবছরে ১০ লাখ টাকা বরাদ্দে ৪৮ ফুট দৈর্ঘ্য ও বারান্দাসহ ১৬ ফুট প্রস্থ স্কুলের এ হাফ বিল্ডিং ঘরটি নির্মাণ নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, এর আগে এলজিএসপির বরাদ্দকৃত টাকার পরিমাণ কম থাকায় এলাকায় কোন টেকশই উন্নয়ন কাজ সম্পন্ন করা যেতো না। এখন বরাদ্দ বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন টেকশই উন্নয়ন কাজ সম্পন্ন করা
সম্ভব হবে।