কমল সরকার’গৌরীপুর: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ-আল-মামুন জনি তার ইউনিয়নের দামগাঁও গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত দম্পতির বাড়িতে রাতের আধারে নিত্যপ্রয়োজনীয় পথ্য, খাদ্যসামগ্রী, কাচা বাজার, শিশুখাদ্য ও ঔষধ সামগ্রী গ্রাম পুলিশের মাধ্যমে পৌঁছে দিয়েছেন।
উল্লেখ্য, (১৫জুন) সোমবার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের তোফাজ্জল ও তার স্ত্রী কানিজ ফাতেমা করোনা আক্রান্ত হয়ে বর্তমানে নিজ বাড়িতে আইসোলোশনে আছেন। আক্রান্তদের সাথে ইউপি চেয়ারম্যান জনি তাৎক্ষণিকভাবে যোগাযোগ করার পর জানতে পারেন, আক্রান্ত দম্পতি অত্যন্ত দরিদ্র। স্বামী পেশায় অটোচালক। পরিবারের সকল সদ্যস্যরা বাড়িতে কোয়ারান্টাইন থাকার কারনে তাদের সংসারে খাবার,ওষুধ সামগ্রীসহ শিশু খাদ্যর সংকট দেখা দিয়েছে। এই খবর পেয়ে ইউপি চেয়ারম্যান জনি নিজ উদ্যোগে ওয়ার্ড চৌকিদারের মাধ্যমে আক্রান্তদের বাড়ীতে ৫০ কেজি চাল, ১কেজি ডাল, ৫কেজি আলু, ২ লিটার তৈল, শাক সবজি, মিষ্টি লাউ, হলুদ মরিচ, করলা, পেয়াজ, রসুন, সাবান, চিনি, মুড়ি, লবন, লেবু, ডেটল, সুজি, চিনি, গুড়া দুধ পৌঁছে দেয়। এছাড়া আক্রান্ত দম্পতি’র ১৮ মাসের বাচ্চার জন্য ঔষধ ও আক্রান্তদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সামগ্রী ইনহেলার ও করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী পাঠানো হয়।