কমল সরকার’গৌরীপুর : মানুষ যখন করোনায় মৃত্যুবরণ কারী লাশের দাফন-কাফন ও সৎকার করতে ভয় পেয়ে তাদের লাশ ফেলে পালিয়ে যায়। ইচ্ছে করেই খোঁজ খবর রাখে না কোন করোনা আক্রান্ত রোগীর। ঠিক সেই মুহুর্তে করোনা আক্রান্ত রোগীর পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’। রোববার (১৪জুন) ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় কোভিড-১৯ করোনা ভাইরাস আক্রান্ত রোগীর বাড়িতে খাদ্য-সামগ্রী নিয়ে যায় স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি’র স্বেচ্ছাসেবকরা।
সংগঠনের কর্মীরা উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাট ও ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামে করোনা আক্রান্ত রোগী ও পরিবারের লোকজনের খোঁজ-খবর নেন। এসময় সংঠনের পক্ষ থেকে রোগীদের মাঝে ডিম, দুধ, কলা, লেবু, আপেল, মাল্টা, সেমাই, চিনি, সাবান, আটা ও লিচু উপহার হিসেবে প্রদান করা হয়।