কমল সরকার’গৌরীপুরঃ করোনা ভাইরাস সংক্রামণ থেকে সুরক্ষার জন্য ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিকসহ দেড় হাজার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে স্থানীয় ক্বওমী মাদ্রাসা ছাত্রদের অরাজনৈতিক সংগঠন ক্বওমী ত্বলাবা পরিষদ। শনিবার (৬ জুন) গৌরীপুর পৌরসভাসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা এ মাস্ক বিতরণ করেন। সংগঠনের আহবায়ক যুবায়ের আহমদ ও সদস্য সচিব মাহমুদুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচীতে অংশগ্রহন করেন সংগঠনের সদস্য আবিদ, মারুফ, আহাদ, আপেল, মাহফূজ, রাকিব প্রমুখ। দুপুর ১২টায় গৌরীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে সাংবাদিকদের মাঝে এ সংগঠনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। এসময় সাংবাদিকদের পক্ষে মাস্ক গ্রহন করেন গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার ও সাবেক সভাপতি কমল সরকার। #