কমল সরকার,গৌরীপুর : ”আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রইছ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন প্রমুখ।