কমল সরকার, গৌরীপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (১০ আগস্ট) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধর । এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহামেদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথ, পিআইও সোহেল রানা পাপ্পু, একাডেমিক সুপারভাইজার কমল রায়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ. রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউছার, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পাবলিক হেল্থ উপসহকারি প্রকৌশলী আ. মান্নান প্রমুখ।