কমল সরকার,গৌরীপুর: ময়মনসিংহের গৌরীপুর পৌর মেয়রের উদ্যোগে (২২আগস্ট) রবিবার বিভিন্ন স্থানে সোলার স্ট্রীট লাইট স্থাপন করা হয়েছে। প্রাথমিক ভাবে গৌরীপুর পৌর শহরের কালিখলাস্থ লোকনাথ ব্রহ্মচারীর মন্দির প্রাঙ্গনে ১টি, মধ্যবাজার শহীদ হারুন পার্ক প্রাঙ্গনে ১টি ও নীমতলী মিনি শিশু পার্কে ১টি সোলার স্ট্রীট লাইট স্থাপন করা হয়েছে। পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন পর্যায়ক্রমে ৩শ সোলার স্ট্রীট লাইট পৌর শহরের বিভিন্ন মসজিদ-মন্দিরসহ পৌরসভার অন্ধকারাছন্ন গ্রামীন জন পথে স্থাপন করার পরিকল্পনা রয়েছে। সোলার স্ট্রীট লাইট স্থাপনকালে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রধান প্রকৌশলী ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) মদন মোহন দাস, কাউন্সিলর দেলোয়ারা বেগমসহ পৌর সভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।