কমল সরকার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরে ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম মশক নিধন কার্যক্রম চলিয়ে যাচ্ছেন। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিনই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বাজার এলাকায় গিয়ে দেখা যায়, হাসপাতাল প্রাঙ্গণসহ এর আশপাশের এলাকায় মেশিনের মাধ্যমে চলছে মশক নিধন কার্যক্রম। গৌরীপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার নির্দেশিত বিভিন্ন স্বাস্থ্য বিধি গৌরীপুর পৌরসভার পক্ষ থেকে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু বর্তমান মৌসুমে এডিস মশার বংশ বিস্তারের সময় হওয়ায়’ করোনা পরিস্থিতিতে ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রতিদিনই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, চলমান করোনা সংকটের মধ্যেই ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব যেন পৌরবাসীর জন-জীবন বিপর্যস্থ করতে না পারে, তাই আমরা প্রতিদিনই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পৌরবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়ে তিনি বলেন, পৌরসভার পাশাপাশি পৌর নাগরিকদের নিজ নিজ উদ্যোগে বাসা-বাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠান সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।