কমল সরকার, গৌরীপুর: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিশিষ্ট বই ব্যবসায়ী, দৈনিক জনতার সাবেক উপজেলা প্রতিনিধি,রাবেয়া বুক হাউজের মালিক আমিনুল ইসলাম দুলাল (৬৭) শুক্রবার, (২৪জুলাই) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে পৌর শহরের নয়া পাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি —- রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ ওইদিন রাত সাড়ে ৮টায় ২নং রেলগেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে দাপুনিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, কাউন্সিলর মোঃ নাজিম উদ্দিন, এনটিটি শিক্ষা পরিবারের পরিচালক ইমন সরকার, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাবেক সভাপতি কমল সরকার, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার গভীর শোক প্রকাশ করে তার রেখে যাওয়া পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।