কমল সরকার’গৌরীপুর। ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (৭ জুন) বেলা ১১ টায় বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপজেলা ও পৌর ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মুকতাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি ও পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ কর্মসূচী পালিত হয়। এতে অংশগ্রহন করেন ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম ছোটন, আশরাফুল ইসলাম বাবু, রাসেল মাহমুদ, আশিক মাহমুদ, মিজানুর রহমান আশিক, জুয়েল হাসনাত, মেহেদী হাসান সাগর, হৃদয় মাহমুদ, আসাদুল, ইব্রাহীম, সাকিব ভূইয়া, কোশিক প্রমুখ।