কমল সরকার, গৌরীপুর: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌরশহরের ১নং ওয়ার্ডে (৮জুলাই) সকালে বিট পুলিশিং কার্যত্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী।
গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন খান এর সভাপতিত্বে ও প্রদীপ বাগচী’র সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিট পুলিশিং কার্যক্রম দায়িত্ব প্রাপ্ত এস আই জামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা ডাঃ রঞ্জিত ঘোষ, পৌর সভার প্যানেল মেয়র দেওয়ার মাসুদুর রহমান খান সুজন, কাউন্সিলর দিলওয়ারা আক্তার,আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাজমুল হক কাশেম, ছাত্রলীগ নেতা মোঃ কামাল হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, মোঃ তোফাজ্জল হোসেন, জেলা শ্রমিক লীগ নেতা তপন সাহা, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, জেলা ছাত্রলীগ নেতা নাহিদ পারভেজ, মোঃ আলী হায়দার, যুবলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন, মোঃ এনায়েত হোসেন, গৌরীপুর প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শামীম খান, সাংবাদিক ঐক্য ফোরাম এর সভাপতি বেগ ফারুক আহম্মেদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, আরিফ আহমেদ প্রমুখ।