কমল সরকার, গৌরীপুর : বাংলাদেশ কৃষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ আজ (১৪জুলাই) মঙ্গলবার পিডিপি কৃষি সেচ মিটারে অতিরিক্ত বিল মওকুফের দাবীতে পিডিপি আবাসিক প্রকৌশলীর সাথে দেখা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সহ-সভাপতি তোফাজল হোসেন হেলিম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির( ফকির ভাই), উপজেলা কমিটির সদস্য আব্দুল লতিফ, রেজাউল করিম রুমেল,কমল সরকার,জাহাঙ্গীর খান পাঠান, মোহাম্মদ খান পাঠান, তাহের খান পাঠান প্রমুখ। আবাসিক প্রকৌশলী যে সমস্থ মিটারে অতিরিক্ত বিল হয়েছে সেগুলির যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।