কমল সরকার’গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের অষ্টগড় গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অনাঃ ক্যাপ্টেন (অবঃ)আব্দুল হেকিম ভূইয়া (৭৯) জ্বরে আক্রান্ত হয়ে (১৯জুন) শুক্রবার সন্ধ্যা ৬-২০ মিনিটে ময়মনসিংহ সিএমএইচ’এ মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহি—-রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী , ১ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। (২০জুন) দুপুর ১ টায় নিজ বাড়ীতে জানাজার নামাজ শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিনসহ মুক্তিযোদ্ধা সংসদের সকল মুক্তিযোদ্ধাগণ শোক প্রকাশ করে তার রেখে যাওয়া পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।