কমল সরকার, গৌরীপুরঃ আলোকিত গৌরীপুর গড়ার লক্ষ্যে ময়মনসিংহ গৌরীপুর উপজেলার পৌরশহরসহ বিভিন্ন গ্রামীন বাজার ও রাস্থায় স্বয়ংক্রিয় সোলার স্ট্রীট লাইট স্থাপনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বৃহস্পতিবার (১৭ জুলাই) শাহগঞ্জ বাজারে এ কাজের উদ্বোধন করা হয়।
স্বয়ংক্রিয় সোলার স্ট্রীট লাইট স্থাপনের মাধ্যমে গ্রামীন জনপদের বাজার ও রাস্তায় বিদ্যুৎবিহীন স্থানে প্রতিদিন সন্ধ্যায় একটি নির্দিষ্ট সময়ে সৌর বিদ্যুতের আলোয় জ্বলে উঠবে সোলার স্ট্রীট লাইট। গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সোহেল রানা জানান- উপজেলার বিভিন্ন বাজার, রাস্তা ও গ্রামীণ সড়কে ১৬৫টি সোলার স্ট্রীট লাইট স্থাপন করা হবে। তাছাড়া ৫২৮ টি হোম সিস্টেম সোলার বিতরণ করা হবে। ব্রাইট গ্রীণ এনার্জি ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।