কমল সরকার,গৌরীপুর : নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় ২১ জন অসহায় ও দরিদ্র নারীর মাঝে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের হল রুমে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক গৌরীপুর বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সাংবাদিক আরিফ আহম্মেদ, ইউপি মেম্বার আব্দুল আলী, আবু হানিফ, এখলাছ উদ্দিন নয়ন, শহিদুল ইসলাম, তোফাজ্জল হোসেন, আবুল হাসিম, সোহেল রানা, ইউপি সচিব আফরোজা খাতুন প্রমুখ। ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন জানান, এলজিএসপি প্রকল্পের অর্থায়নে দরিদ্র ও অসহায় নারীদের মাঝে এ সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়েছে।