কমল সরকার,গৌরীপুরঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে রবিবার (১২ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জনসম্মুখে উন্মক্ত যাচাই-বাছাই করে ৭১জনকে বয়স্ক ভাতা, ৪০জনকে বিধবা ভাতা ও ১৪৭ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি ভূক্তভোগীদের হাতে ভাতা তুলে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
সিধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ জয়নাল আবেদিনের সভাপতিত্বে ভাতা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা সমাজসেবা অফিসারের প্রতিনিধি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান মাষ্টারসহ সকল ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতা কর্মীবৃন্ধ এ সময় উপস্থিত ছিলেন।