কমল সরকার, গৌরীপুর: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয়নের বিগত অর্থ বছরে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সুবিধাভোগীদের মাঝে সোমবার (২৭জুলাই) ভাতা বহি বিতরণ করা হয়। এ উপলক্ষে গৌরীপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, সমাজসেবা অধিদপ্তর গৌরীপুর এর কর্মকর্তাবৃন্দ ও ইউপি সদস্য বৃন্দ। আলোচনা সভা শেষে ৭০জনের মাঝে বয়স্কভাতা ,৪০ জনের মাঝে বিধবা ভাতা ও ৯৯ জনের মাঝে প্রতিবন্ধী ভাতাবহি বিতরন করা হয়। এছাড়া এসময় ৮৪ জন প্রসূতির মাঝেও মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়।