কমল সরকার’ গৌরীপুর: স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি, করোনা বিস্তার রোধ করি এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ময়মনসিংহ এর নির্দেশে (২৮ জুলাই) মঙ্গলবার গৌরীপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌর শহরে ‘Wear Your Mask Campaign’কর্মসুচি পালিত হয়। উপজেলার বিভিন্ন স্পটে পথচারীদের মাঝে মাক্স বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ আবিদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রট কাবেরী রায়,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সালমা আক্তার রুবি,কাউন্সিল আঃ কাদির, ভূমি সহকারী দিপক কুমার বর্মন, সার্ভেয়ার আবু সাঈদ, নাজির, মাহমুদুল করীম আকন্দ, ভূমি উপসহকারী মোঃ বাবুল মিয়া ও অন্যান্য কর্মচারী বৃন্দ। কর্মসুচি বাস্তবায়ন করেন উপজেলা ভূমি অফিস গৌরীপুর।