কমল সরকার,গৌরীপুর: ময়মনসিংহের গৌরীপুর খাদ্য গোদামে রবিবার (৯আগস্ট) সকালে চুক্তিবদ্ধ রাইস মিল মালিকদের সাথে ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক চলতি বোর মৌসুমে চুক্তি অনুযায়ী শতভাগ চাল নির্দিষ্ট সময়ের মাঝে খাদ্য গোদামে সরবরাহের জন্য মিল মালিকদের প্রতি অনুরোধ জানান। এ সময় গৌরীপুর উপজেলা রাইস মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল, গৌরীপুর খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্ধার্থ শংকর তালুকদার, উপজেলা রাইস মিল সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ,তাহসিন রাইস মিল এর পরিচালক সালাহউদ্দিন উজ্জ্বল, ইসলাম অটো রাইস মিলের পরিচালক জামাল উদ্দিন, সরকার অটো রাইস মিলের পরিচালক তুষার সরকার, হাসিম অটো রাইস মিলের পরিচালক শামসুল আলম,বসাক অটোমেটিক রাইস মিল পরিচালক পাপন বসাক, পূর্ণা অটোমেটিক রাইস মিল এর ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় রাইস মিল মালিকরা চলতি মৌসুমে বিপুুল লোকসান মেনে নিয়ে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ে চাল সরবরাহ করার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রককে প্রতিশ্রুতি দেন।