মো. রফিকুল ইসলাম: নির্বাচন আসে নির্বাচন যায়! জনস্রোতে জনপ্রতিশ্রুতি দেয়, বিজয় স্রোতে হারিয়ে যায়৷ শুধুই দ্বীর্ঘশ্বাস! কিছু দুঃখ থাকে বলা যায় না, তেমনি অচিন্তপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খান্দার গ্রামের পাছপাড়ার ২কিলোমিটার কাঁচা রাস্তার চলাচল অনুপযোগী বেহাল দশায় ভোক্তভোগী সাধারণ মানুষের বক্তব্য৷
এই দুঃখ দূর করতেই জনদাবির পরিপ্রেক্ষিতে এগিয়ে আসেন গ্রামেরই তরুণ শিল্পপতি জাকির হোসেন জিয়া৷ ২কিলোমিটার রাস্তা প্রায় ১ লক্ষ টাকার ব্যয়ে ইট ও বালু দিয়ে (৩ আগষ্ট/২০২০) গ্রামের মানুষদের নিয়ে কাজের উদ্বোধন করেন৷ এসময় উপস্থিত ছিলেন মো. আব্দুল মান্নান, আবু চাঁন, আব্দুস সুবুর, আব্দুর রাশিদ, আব্দুল মোতালেব, কালাচাঁন, ছাত্রলীগ নেতা শওকত ওসমান তালুকদার, মো. ভূট্টু মিয়া, মো. রুখন উদ্দিন প্রমুখ৷
উল্লেখ্য অচিন্তপুর ইউনিয়ন হেডকোয়ার্টার শাহগঞ্জ বাজার হতে মহিশ্বরণ বাজার হয়ে মইলাকান্দা ইউনিয়নের সাথে রাস্তাটির সংযোগ রয়েছে৷ মহিশ্বরণ, খান্দার ও বাকরকোনা গ্রামের প্রতিদিনকার চলাচলের অন্যতম ব্যস্ততম রাস্তা এটি৷
ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম জানায়, আমরা কি যে অপরাধ করেছি জানি না৷ এই রাস্তাসহ খান্দার গ্রামের একমাত্র বাইপাস খান্দার টু বাকরকোনা গ্রামের ব্রীজ ও রাস্তা দুটোরই বেহাল দশা৷ যানবাহন ত দূরের কথা, হেঁটেই যাওয়া যায় না৷ এ ব্যাপারে গ্রামের দানশীল ব্যক্তিসহ আমাদের এমপি নাজিম উদ্দীন আহমেদের সুদৃষ্টি কামনা করছি৷
বাংলাদেশ আওয়ামীপর্যটনলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এএফএম শরীফ ছোট বলেন, ইশতেহার, প্রতিশ্রুতি বা অঙ্গীকার নয়, তাৎক্ষণিক কাজ করে দেখানোর মত সেবক জাকির হোসেন জিয়া। খান্দার গ্রামের জনগণের কষ্ট লাঘবে প্রায় দুই কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু হল কোন প্রস্তুতি ছাড়াই। উদ্ভোধনী সময়ের স্বাক্ষী আমরা ক’জন।
এ বিষয়ে জাকির হোসেন জিয়া বলেন, বর্তমান সরকার রাস্তাঘাট উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তনে কাজ করছেন৷ তেমনি আমাদের মাননীয় এমপি মহোদয়ও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ খান্দার পাছপাড়াটি আসলেই অবহেলিত, এ ব্যাপারে আমাদের এমপি মহোদয় সুনজর দিবেন বলে আশা রাখছি৷ পাশাপাশি গ্রামের যেকোন প্রয়োজনে আমি পাশে আছি, পাশে থাকব৷