মো. রফিকুল ইসলাম :
ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন জেলা ক্রীড়া সংস্থার মাঠে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের অংশ হিসেবে “মানবিক পৃথিবী চাই” শ্লোগানে অন্যচিত্র উন্নয়ন সংস্থা ও অনসাম্বল থিয়েটারের যৌথ আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। অন্যচিত্র উন্নয়ন সংস্থা যুব একাদশ বনাম অনসাম্বল থিয়েটার একাদশ এর মধ্যকার এই প্রীতি ম্যাচে অন্যচিত্র যুব একাদশ ৪ উইকেটে জয় লাভ করে৷
খেলায় ট্রসে জয় লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে অনসাম্বল থিয়েটার একাদশ নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে৷ জবাবে অন্যচিত্র যুব একাদশ ৪ উইকেট হাতে রেখে ১২ ওভার সমাপ্ত হবার আগেই নিজেদের জয় নিশ্চিত করে৷ অন্যচিত্র যুব একাদশের ইমন সরকার রুপম ও অনসাম্বল থিয়েটারের কাজী আজাদ জাহান অধিনায়কত্ব করেন৷ রানার্সআপ দলের শাফিন ৪৮ রান ও ৫ উইকেট এর সংগ্রহ নিয়ে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়৷
অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনারারী নির্বাহী পরিচালক রেবেকা সুলতানার সভাপতিত্বে ও অনসাম্বল থিয়েটারের আবুল মনসুর এর সঞ্চালনায় খেলা উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হয়। এতে মানবিক পৃথিবী চাই শীর্ষক সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহন করেন ময়মনসিংহের ক্রীড়াঙ্গনের ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো.সাজ্জাদ হোসেন শাহিন, ছায়ানট সাংস্কৃতিক সংস্থার সভাপতি শরিফ মাহফুজুল হক আপেল, সুর তাল লয়ের পরিচালক আমিরুল ইসলাম সাগর জেলা শিল্পকলা একাডেমির কার্যকরী সদস্য সারোয়ার জাহান, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য এ এইচ এম খায়রুল বাশার, যমুনা টিভির ব্যুরো চিফ হোসাইন শাহিন, সোনালি ব্যাংকের ম্যানেজার তুহিন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। অনসাম্বল থিয়েটারের পক্ষে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ মাঠে অবস্থান নিয়েছিলেন।
অন্যচিত্রের পক্ষে উন্নয়নকর্মী ও সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের অতিথিগন মাঠে সরব থেকে খেলোয়ারদের উৎসাহ যুগিয়েছেন।
অন্যচিত্র যুব পরিষদের সভাপতি বলেন যুব দিবসকে ঘিরে আমাদের এ ধরনের উদ্যোগ প্রতি বছর চলবে। এ ধরনের উদ্যোগের পাশাপাশি মানবিক পৃথিবীর ডাক শোনাতে চাই আমাদের চারদিকে। অনসাম্বল থিয়েটারের সভাপতি বলেন অন্যায়, ব্যাভিচার, দুর্নীতি, মাদক রোধ করতে সাংস্কৃতিক তৎপরতা ও খেলাধুলার বিকল্প নেই। অনসাম্বল পরিবার মানবিক সমাজ বিনির্মানে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাবে।
দুই দলের খেলোয়ারদের সকলেই লাল ও সবুজ রঙে সজ্জিত জার্সি পরিধান করে জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন করে যথারীতি খেলা আরম্ভ করেন এবং খেলায় টস পরিচালনা করেন ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিকুল ইসলাম।
অন্যচিত্র যুব একাদশে এনামুল হক, শাহ্ জাহান আহমেদ রনি, এবিএম বোরহান উদ্দিন, আতিক উল্লাহ, সুমন সরকার, রিফাত ইসলাম বাবু, মো. মশিউর রহমান, আশিকুজ্জামান আকাশ, রায়হান, মারুফ, মেহেদী হাসান সৌরভ, তাজুয়ার মোকাম্মেল তাসিন অপরদিকে অনসাম্বল থিয়েটার একাদশের কাজী আজাদ জাহান শামীম, হোসাইন শাহীদ, সাজ্জাদ সিদ্দিকী, হাসান মিথুন, এ এইচ এম খায়রুল বাশার, মাহফুজুল ইসলাম সৃষ্টি, আসলাম সানি, রাশেদুল হাসান রবিন, আকাশ মাহমুদ সোহেল, শাহরিয়ার শাফিন, যোহায়ের মোকাম্মেল অংশগ্রহণ করেন৷