মো. রফিকুল ইসলাম: বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও পিপলস্ থিয়েটারের যৌথ আয়োজনে সংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগিতায় জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব ও মঞ্চ কুঁড়ি পদক-২০১৯ প্রদান অনুষ্ঠান (২৩ সেপ্টেম্বর/২০১৯) রাজধানীর বাংলাদেশ শিল্পকলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়৷
পিপলস্ থিয়েটারের প্রতিষ্ঠাতা ও একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকির সভাপতিত্বে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ কে এম খালিদ এমপি, শিল্পী মুস্তাফা মনোয়ার, আইটিটির বিশ্বের সভাপতি রামেন্দু মজুমদার, বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ উপস্থিত ছিলেন৷
ময়মনসিংহের অনসাম্বল থিয়েটারের সর্ব কনিষ্ঠ নাট্যকর্মী জোহায়ের মোকাম্মেল জাহিন ময়মনসিংহ জেলায় মঞ্চ কুঁড়ি পদক-২০১৯ অর্জন করে৷ অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি পুরস্কার তুলে দেন৷
জোহায়ের মোকাম্মেল জাহিন দৈনিক যুগান্তরের সহকারী সম্পাদক মো. মোকাম্মেল হোসেন ও বিশিষ্ট কলামিস্ট ও অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনানারী নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা দম্পতির তিন ছেলের কনিষ্ঠতম সন্তান৷ সে ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরী স্কুলের চতুর্থ শ্রেণীতে অধ্যয়নরত৷
এছাড়াও থিয়েটার সংশ্লিষ্ট কাজের স্বীকৃতিস্বরুপ সারা দেশে মোট ৩৬ জনের মধ্যে অনসাম্বল থিয়েটারের সাম্য আদিত্য একক অভিনয়ে, জেলা শিল্পকলার নাটকে ২ জন সহ ময়মনসিংহ জেলায় মোট ৪ জনকে বিভিন্ন পদক প্রদান করা হয়৷
//আর/জিরোফোর//