অন্যকথন ডেস্ক : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট শনিবার ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজিত সার্কিট হাউজের পাশে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে অন্যচিত্র উন্নয়ন সংস্থার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এর আগে গুলকিবাড়ি অন্যচিত্র উন্নয়ন সংস্থার কার্যালয় থেকে অন্যচিত্র উন্নয়ন সংস্থার অনারারি নির্বাহী পরিচালক রেবেকা সুলতানার নেতৃত্বে শোক র্যালী বের করে সার্কিট হাউজে পৌঁছে। এসময় অনসাম্বল থিয়েটারের সভাপতি আবুল মুনসুর, অন্যচিত্র উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর ইমন সরকার, অন্যচিত্র যুব পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, অন্যশৈলীর প্রজেক্ট কো-অর্ডিনেটর এবিএম বোরহান উদ্দিন, অন্যচিত্র কারিগরি ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর সুমন সরকার, অন্যচিত্র মডেল পাঠাগারের কো-অর্ডিনেটর তাজওয়ার মোকাম্মেল তাসিন, অন্যচিত্র উন্নয়ন সংস্থার সদস্য মোঃ নূর মাহমুদ, জোবায়ের, জোহায়ের মোকাম্মেল জাহিন, শাহরিয়ার মোকাম্মেল শাফিন প্রমুখ।