অন্যকথন ডেস্ক : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট শনিবার ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজিত সার্কিট হাউজের পাশে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে অনসাম্বল থিয়েটারের শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এর আগে কাচারীঘাটস্থ অনসাম্বল থিয়েটার প্রাঙ্গন থেকে বিশিষ্ঠ নাট্যবক্তিত্ব ও অনসাম্বল থিয়েটারের সভাপতি আবুল মুনসুরের নেতৃত্বে শোক র্যালী বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন অনসাম্বল থিয়েটারের ইমন সরকার, সুমন সরকার, তাজওয়ার মোকাম্মেল তাসিন, জোহায়ের মোকাম্মেল জাহিন, শাহরিয়ার মোকাম্মেল শাফিন, রবিন, অজিত কুমার প্রমুখ।