গনমানুষের নেতা হওয়া
সহজ কথা নয়;
ভালোবাসতে হয় স্বদেশকে
দিয়ে দেহ-মন-হৃদয়।
মুজিব তুমি দূূঃসাহসী
করোনি শুত্রুদের ভয়;
আপোষহীন নেতৃত্বে তোমার
সব করেছো জয়।
মহান নেতা, মহান পুরুষ
বাংলার নিউক্লিওয়ালাস;
তোমার নেতৃত্বে মুক্ত বাংলা
তুমিই বাঙ্গালির ইতিহাস।
বাংলার সুখী, বাংলার দুঃখী
সবাই তাকিয়ে রয়;
সম্মোহনী নেতৃত্বে তোমার
সব করেছো মধুময়।
ভূলিনি, ভূলবনা
আছো তুমি গনের চিত্তে;
তুমি ছিলে, তুমি থাকবে
স্বাধীন বাংলার মানচিত্রে।
//আর/জিরোফোর//